মুক্তিধারা প্রকল্প | Muktidhara Scheme | Unorganised Labour Scheme West Bengal
গ্রাম বাংলার সাধারণ জনগণের কাছে Self Help Group অত্যন্ত পরিচিত। বর্তমানকালে এই স্বনির্ভর সংস্থা অর্থাৎ Self Help Group গুলি রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন গ্রামে গ্রামে শনিবার গোষ্ঠীর অস্তিত্ব বর্তমান যার মাধ্যমে গ্রাম বাংলার অনেক পরিবার নিয়মিত রোজগার পাচ্ছে। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া এ রকম এর ই এক Scheme এর সূচনা করেন Self Help Group এর জন্য যা Muktidhara Scheme নামে পরিচিত।
সূচী
Muktidhara Scheme কী (What is Muktidhara Scheme)?
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীগুলির স্থায়ী উন্নত জীবিকা নির্বাহ, দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে Muktidhara নামে একটি নতুন Scheme এর সূচনা হয় NABARD এর সহযোগিতায়। এই Scheme এর প্রাথমিকভাবে সূচনা করা হয় গত ৭ মার্চ, ২০১৩, পুরুলিয়ায় তে। এখনো পর্যন্ত পুরুলিয়ার বলরামপুর এবং পুরুলিয়া-১ নং ব্লকের ১৮৯টি গোষ্ঠীকে নিয়ে প্রশিক্ষণ শিবির করা হয়েছে প্রশিক্ষণ শেষে ১৮৯টি গোষ্ঠীকে ১৭৮.৪৮ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের বিনপুর – ১, ঝাড়্গ্রাম, বিনপুর – ২, গোপীবল্লভপুর – ১ ও ২, জামবনী, নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লকেও পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।ইতিমধ্যে ৪৭টি স্বনির্ভর গোষ্ঠীকে চিহ্নিত করে প্রশিক্ষণ দেওয়া তথা সচেতনা সৃষ্টির কাজও সম্পন্ন করা হয়েছে।
Muktidhara Scheme প্রদানের উদ্দেশ্য কী (Objective of Muktidhara Scheme):-
- স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিভিন্ন বিষয়ে স্বনির্ভর করার ব্যবস্থা গ্রহণ করবেন রাজ্য সরকার।
- প্রকল্পের আওতাভুক্ত গোষ্ঠীগুলির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
- প্রথম ধাপে প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়ার সহায়তা করা হবে।
- বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর গোষ্ঠীর আওতাভুক্ত করে ব্যাঙ্ক সংযুক্তি করণের ব্যবস্থা করা হবে।
- ব্যাঙ্ক-এর চলতি সুদের উপর সর্বাধিক ৯ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে।
- পশ্চিমবঙ্গের ৯টা সমস্ত জেলায় এই প্রকল্প চালু করা হবে।
কারা আবেদন করতে পারবে Muktidhara Scheme এর জন্য (Eligibility of Muktidhara Scheme ):–
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 60 এর মধ্যে।
- আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে।
Muktidhara Scheme এর সুবিধা কি?(Benefits of Muktidhara Scheme ):-
- প্রকল্পের আওতাভুক্ত গোষ্ঠীগুলির সদস্যদের প্রশিক্ষণ প্রদান এর ব্যবস্থা নেওয়া হবে।
- ব্যবসার সুযোগ সুবিধা আছে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী কে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ প্রদান করা হবে।
- ব্যাঙ্ক ঋণ এর ক্ষেত্রে ৯ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে।
Muktidhara Scheme এর জন্য কেমন করে আবেদন করবেন? (Muktidhara Scheme Application Process) :-
জেলার স্বনির্ভর গোষ্ঠী ও সংযুক্তি আধিকারীক ব্লক স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজার এর সঙ্গে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন Muktidhara Scheme এর জন্য।
Muktidhara Scheme Contact Details:-
FAQ:-
Muktidhara Scheme এর Official Website কোনটি?
ANS:- https://shg.wbscl.in/