Duplicate Voter ID Card 2022 এর জন্য আবেদন করবেন কিভাবে? Documents কি কি লাগবে সব জেনে নিন!

দৈনন্দিন জীবনে এবং সরকারি কাজকর্মের ক্ষেত্রে Voter Card অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা বলার অপেক্ষা রাখে না। সবথেকে বেশি সমস্যা তখন দেখা যায় যখন আপনি অন্য কারণে অনিচ্ছাকৃতভাবে আপনার Voter ID Card হারিয়ে ফেলেন। আপনি যদি এরকম কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং ভাবছেন যে Duplicate Voter ID Card এর জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন এবং আশা করি আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। 

কোন কোন পরিস্থিতিতে আপনি আবেদন করতে পারবেন Duplicate Voter ID Card এর জন্য? | Why You Should Apply for Duplicate Voter ID Card

  • যদি আপনার Voter ID Card হারিয়ে যায়।
  • যদি আপনার Voter ID Card চুরি হয়ে যায়।
  • কোনভাবে আপনার Voter ID Card ছিড়ে যায় বা নষ্ট হয়ে যায়।

Duplicate Voter ID Card এর জন্য আবেদন Online ও Offline দুইভাবেই আবেদন সম্ভব। নিম্নে আমরা উপায় পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি। আপনারা আপনাদের সুবিধা মত পদ্ধতি অবলম্বন করে Voter ID Card এর জন্য আবেদন করতে পারবেন।

Duplicate Voter ID Card Application Process(Online):-

Duplicate Voter Card ID এর জন্য আবেদন পূর্বে Online এ Apply করা যেতো না । কয়েক বছর আগে থেকেই Online Portal চালু করা হয়েছে Duplicate Voter ID Card এর জন্য। নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করুন Online Duplicate Voter ID Card এর জন্য আবেদন এর জন্য।

  • Chief Electoral Officer’s Website থেকে EPIC Form Number 002 Application Form টি Download করুন।
  • Application Form টির Print Out কপি বের করুন।
  • Relevant Details সহ Application Form টি পূরণ করুন ( যেমন:- আপনার নাম,Address, Voter Card ID Details প্রয়োজনে আপনাকে প্রদান করতে হতে পারে FIR Details ও ইত্যাদি।
  • Supporting Documents সঙ্গে Attach করুন।
  • Application Form Submit করুন নিকটস্থ Electoral Office এ এবং সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি Reference Number যার মাধ্যমে আপনি আপনার Application এর Status ও জানতে পারবেন।
  • পরবর্তী পর্যায়ে আপনার Application Form টি পাঠিয়ে দেওয়া হবে Electoral Officer এর কাছে, Electoral Officer এর দ্বারা Verification সম্পূর্ণ হয়ে গেলে আপনার নামে Duplicate Voter ID Card তৈরি হয়ে যাবে।

Duplicate Voter ID Card Application Form Download Link:-

Duplicate Voter ID Card Application Process(Offline):-

  • আপনার নিকটস্থ  Electoral Office ভিসিট করুন এবং সেখান থেকে EPIC Form Number 002 
  • Relevant Details সহ Application Form টি পূরণ করুন ( যেমন:- আপনার নাম, Address, Voter Card ID Details ইত্যাদি।
  • Supporting Documents সঙ্গে Attach করুন।
  • Application Form Submit এর সময় আপনি পেয়ে যাবেন একটি Reference Number যার মাধ্যমে আপনি আপনার Application এর Status ও জানতে পারবেন।
  • পরবর্তী পর্যায়ে আপনার Application Form টি পাঠিয়ে দেওয়া হবে Electoral Officer এর কাছে, Electoral Officer এর দ্বারা Verification সম্পূর্ণ হয়ে গেলে আপনার নামে Duplicate Voter ID Card তৈরি হয়ে যাবে।

সমস্ত Process সম্পন্ন হয়ে গেলে আপনি সেই সম্বন্ধে আপডেট তথ্য পেয়ে যাবেন , এখন আপনাকে সংগ্রহ করতে হবে আপনার Duplicate Voter ID Card।

Duplicate Voter ID Card আবেদনের জন্য প্রয়োজনীয় Documents:-

  • আপনার Voter ID Card যে হারিয়ে গেছে তার প্রমাণ সম্বন্ধিত Documents যেমন FIR Copy বা তদসংলগ্ন Documents।
  • EPIC Form Number 002 Signature সহ।
  • আপনার সাম্প্রতিক সময়ে তোলা Passport Size Photo
  • আপনার অন্য Identity Proof যেমন:- Aadhar Card/Pan Card/Passport/ Electricity Bill ইত্যাদি।

FAQ:-

1. Duplicate Voter ID Card এর জন্য Apply এর জন্য কোন কোন Details প্রদান করতে হয়?

ANS:- আপনার নাম, Address, DOB, EPIC Number, Duplicate Voter ID Card এর জন্য আবেদনের কারণ ইত্যাদি ।

2. Duplicate Voter ID Card এর জন্য Application Form Link কোথায় পাওয়া যাবে?

ANS:- আর্টিকেল এ Application Form Download Link প্রদান করেছি, আপনি Download করতে পারবেন প্রয়োজন অনুসারে।

3. আমার আগের Voter ID Card কালো এবং সাদা হলে আমি কি একটি রঙিন Duplicate Voter ID Card এর জন্য আবেদন করতে পারি?

ANS:-  হ্যাঁ, আপনি একটি রঙিন Duplicate Voter ID Card  এর জন্য আবেদন করতে পারেন যদি আপনার আগের Voter ID Card সাদা এবং কালো হয়। আপনাকে টাকা দিতে হবে। 30 এবং ফর্মে উল্লিখিত স্পেসিফিকেশনের সাথে মেলে এমন একটি ছবি জমা দিন।

4. আমি কিভাবে আমার Duplicate Voter ID Card সংগ্রহ করতে পারি?

ANS:-  আপনি আপনার Duplicate Voter ID Card টি আপনার নিবন্ধিত ঠিকানায় পোস্ট করে সংগ্রহ করতে পারেন অথবা আপনি নিকটস্থ নির্বাচনী অফিস থেকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *