মাননীয়া মুখ্যমন্ত্রী কর্তৃক শুরু করা Duare Sarkar (দুয়ারে সরকার) প্রকল্প ইতিমধ্যে রাজ্য সরকার কর্তৃক আনা Prakalpa গুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ Prakalpa হিসেবে বিবেচিত করা হয়। এই প্রকল্পের সুনাম শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় সম্পূর্ণ ভারতের ছড়িয়ে পড়েছে এই Prakalpa এর নাম। অনেকদিন থেকেই রাজ্য বাসীদের এক মূল সমস্যার কারণ সরকারি পরিষেবা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা ঠিকঠাক না পাওয়া। এই সমস্যা নিবারণের উদ্দেশ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী Duare Sarkar Prakalpa এর সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় সরকারি কাজ সেরে ফেলতে পারবেন নিজের বাড়ির নিকটস্থ Camp থেকে।
সূচী
Duare Sarkar কি ?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যে 2020 সাল থেকে শুরু হয়েছে নতুন এক প্রকল্প যার নাম “Duare Sarkar (দুয়ারে সরকার) প্রকল্প”। এই প্রকল্পের মাধ্যমে সরকারি আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভার ওয়ার্ড এ নির্দিষ্ট একটি স্থানে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য Camp আয়োজন করে থাকেন । এই Camp গুলোতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের যাবতীয় অফিশিয়াল সমস্যা নিয়ে উপস্থিত হতে পারবেন, এবং সাধারণ মানুষের সমস্যার নিশ্চিত সমাধানের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে Birth Certificate, Caste Certificate, Swasthya Sathi Prakalpa , Lakshmir Bhandar Prakalpa, খাদ্য সুরক্ষা যোজনা, প্রভৃতি সমস্ত সমস্যারই সমাধান মিলবে এই Camp এ।
2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই Duare Sarkar Prakalpa এর সূচনা করেন। রাজনৈতিক মহলের একাংশ দাবি করেন যে এই Duare Sarkar (দুয়ারে সরকার) Prakalpa প্রবর্তনের মাধ্যমেই 2021 এর নির্বাচনে ফের পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফিরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের গ্রামে কিংবা নিজেদের পাড়ায় সমস্ত সমস্যার সমাধান পেয়ে রাজ্যবাসী খুবই আনন্দিত হয়েছিলেন এবং দুয়ারের সরকার ক্যাম্পগুলোতে বড় সংখ্যায় জমায়েত হয়েছিলেন।
Duare Sarkar Prakalpa প্রবর্তন এর উদ্দেশ্য কি ?
একাধিক উদ্দেশ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই Prakalpa টি চালু করা হয়েছে; যেমন –
- পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন Prakalpa গুলি কে সরাসরি সাধারণ মানুষের সামনে নিয়ে আসা।
- পশ্চিমবঙ্গে এমন কিছু মানুষজন আছেন যারা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন Prakalpa সম্পর্কে অবগত নন, তাদের সকলকে এই Prakalpa গুলির আওতায় নিয়ে আসা।
- যে সমস্ত কাজের জন্য সাধারণ মানুষকে প্রায়শই সরকারি অফিসের দ্বারস্থ হতে হয় অথবা অফিসের বাইরে লাইনে দাঁড়াতে হয়, তাদের অহেতুক পরিশ্রম লাঘব করা।
- সাধারণ মানুষ যেন নিজেদের বাড়িতে বসেই সমস্ত Prakalpa এর জন্য আবেদন করতে পারেন এবং অন্যান্য সমস্ত অফিশিয়াল কাজ করতে পারেন তার ব্যবস্থা করা।
Duare Sarkar এর কার্য পদ্ধতি:-
বছরে দুইবার করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অথবা পৌরসভার ওয়ার্ড এ এমন Duare Sarkar Camp বসবে । পুরো 30 দিন ধরে চলতে থাকবে এই Campaign। এই 30 দিন ধরেই ব্লকের বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের বিভিন্ন Application Form জমা নেওয়ার জন্য বসবে । এখনো পর্যন্ত মোট তিনটি ধাপে Duare Sarkar Camp এ আঠারোটি Prakalpa এর কাজ শুরু হয়েছে। এই বছর অর্থাৎ 2022 সালে আরো নতুন চারটি Prakalpa এর কাজ শুরু হবে Camp এ । পশ্চিমবঙ্গে এ যাবৎ প্রায় 32830 Camp বসেছে এবং এই Camp এ বাংলার 1.77 কোটি মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য Application Form জমা করেছেন।
Duare Sarkar Camp 2022 Highlight:-
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে এই Duare Sarkar Camp এর আয়োজন করা হয় যাতে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ দোরগোড়া থেকে নিজেদের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। এই Prakalpa এর সূচনা কাল এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত মোট তিনবার পশ্চিমবঙ্গ রাজ্যে এই Prakalpa এর Camp বসেছিল। শেষবারের মতো এই Campus এ 16th August , 2021 থেকে 15th September, 2021 পর্যন্ত। বর্তমান বছরে অর্থাৎ 2022 সালে এই Duare Sarkar Camp বসার কথা ছিল 2nd January থেকে। কিন্তু করণা মহামারীর কারণে তা স্থগিত রাখা হয়েছিল। তবে February মাস থেকে ফের এই Prakalpa চালু করার কথা বলেছে রাজ্য সরকার। এবারে Duare Sarkar Prakalpa এর পাশাপাশি ‘পাড়ায় সমাধান (Paray Samadhan)’ নামক অন্য আরেকটি Prakalpa চালু করা হবে বলে জানানো হয়েছে। নবান্নের একটি ঘোষণায় বলা হয়, 1 Febsuary থেকে চালু হবে ‘ Paray Samadhan Prakalpa চলবে 15 March পর্যন্ত। অপরদিকে Duare Sarkar Prakalpa এর কাজ পুনরায় শুরু হবে 15th February এবং পরবর্তী টানা এক মাস ধরে চলবে এই Prakalpa এর কাজ। সরকারি দফতরের অধিকাংশ আধিকারিকরা এই Camp গুলোতে উপস্থিত থাকবেন। এই কারণে সাধারণ মানুষ Ration, Swasthya Sathi Card, জমিজমা সংক্রান্ত বিষয় থেকে শুরু করে অন্য বহু সরকারি কাজের সহজ সমাধান পেয়ে যাবেন এই Camp গুলিতে।
- পূর্বে মোট 18 টি Prakalpa এর কাজ হতো এই Duare Sarkar Camp এর মাধ্যমে । তবে এই বছর আরও নতুন 4 টি Prakalpa যুক্ত করা হয়েছে এ Prakalpa এর সঙ্গে। এগুলি হলো – 1. Matsajivi Credit Card Artisan Credit Card 3. Weaver Credit Card 4. Amar Karmadisha Prakalpa
- আমজনতা এখন মোট 22 টি Prakalpa এর কাজ করতে পারবেন এই Duare Sarkar Camp এ। অন্যান্য উপলব্ধ পরিষেবাগুলির মধ্যে রয়েছে Lakshmir Bhandar Prakapla, Student Credit Card ,“বিনা মূলে সামাজিক সুরক্ষা”, “জমি রেকর্ডে ছোটখাটো ত্রুটি সংশোধন”, “Bank (নতুন Account Opening), Swasthya Sathi, Kanyashree , Rupashree, Khadya Sathi, Sikhashree , Caste Certificate, Jai Johar and Taposili Bandhu এবং কৃষি জমিতে Mutation ইত্যাদি। এবারের Camp এ টিকাদান কেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার সুবিধা থাকবে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মুখের ক্যান্সার এবং যক্ষ্মা রোগের স্ক্রীনিং।
List of Schemes to Apply under Duare Sarkar Camp 2022 –
- Rupashree Scheme
- Sikhashree Scheme
- Kanyashree Scheme
- Aikyashree Scheme
- Khadya Sathi Prakalpa
- Krishak Bandhu
- Swasthya Sathi
- MANABIK Scheme
- Lakshmir Bhandar Prakalpa
- Caste Certificates Prakalpa
- Student Credit Card
- Bank Account Opening Prakalpa
- MGNREGS Scheme
- Jai Johar and Taposili Bandhu
- Widow Pension Prakalpa
- Bardhoka Bhata Prakalpa
- Agricultural Land Records Correction Scheme
- Disability Pension Prakalpa
- Matsajivi Credit Card
- Weaver Credit Card
- Artisan Credit Card
- Amar Karmadisha Prakalpa
Duare Sarkar Camp 2022 Highlight:-
- পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যবাসীর সুবিধার্থে রাজ্যের প্রত্যেক জেলাতে এই Prakalpa এর আয়োজন করা হয়েছে।
- এখনো পর্যন্ত তিনটি দফায় এই Prakalpa এর কাজ সম্পন্ন হয়েছে।
- এই Camp গুলিতে বাংলার সাধারন মানুষ সরকারের তরফ থেকে প্রবর্তন করা মোট 22 টি Prakalpa এর ব্যাপারে জানতে পারবে এবং আবেদন করতে পারবে। এছাড়াও অন্যান্য কিছু অফিশিয়াল সমস্যার সমাধান মিলবে এই Campএ ।
- এই প্রকল্পে লাভবান হবেন বাংলার প্রায় 6 কোটি মানুষ।
- গতবছরের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 77 কোটি Application Form জমা পড়েছিল Duare Sarkar Camp এ ।
- Duare Sarkar Prakalpa এর ব্যাপারে অধিকতর জানকারি জন্য একটি Online Portal https://excise.wb.gov.in/dws/Portal_New_Default.aspx এর ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
Duare Sarkar Prakalpa এর তিনটি পর্যায়:–
এই Duare Sarkar Prakalpa টি চালু করা হয় 1st December, 2020 তারিখে। Prakalpa চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হাজার হাজার Camp এর আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। এখনো পর্যন্ত তিনটি Step এ এই Prakalpa এর কাজ সম্পন্ন করা হয়েছে।
1st পর্যায়:- 1st December 2020 থেকে 25th January 2021 পর্যন্ত টানা 25 দিন ধরে চলে Duare Sarkar Prakalpa এর প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে সমগ্র রাজ্যজুড়ে মোট 32830 টি Camp এর আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যার মাধ্যমে প্রায় 2 কোটির বেশি মানুষ লাভবান হয়েছিলেন।
দ্বিতীয় পর্যায়: প্রথম পর্যায়ের Camp এ যে সমস্ত সাধারণ মানুষেরা বাদ পড়ে যান তাদের জন্য পুনরায় 27th January,2021 থেকে Duare Sarkar Prakalpa চালু করা হয়। 27th January, থেকে 8th February পর্যন্ত চলে দ্বিতীয় পর্যায়ের Camp।
তৃতীয় পর্যায়: দুয়ারে সরকার প্রকল্প তৃতীয় পর্যায় টি আয়োজন করা হয় 16th August ,2021 থেকে 15th September ,2021 তারিখের মধ্যে। তৃতীয় পর্যায়ের Camp এর পূর্বে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, Duare Sarkar প্রথম পর্যায়ে যা করেছি, দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় 1 লক্ষ 4 হাজার 402 টি Camp এ মোট 3 কোটি 69 লক্ষ মানুষ এসেছেন। এর মধ্যে 3 কোটি 15 লক্ষ 81 হাজার Application জমা পড়েছে। যার মধ্যে 2 কোটি78 লক্ষ 65 হাজার পরিষেবা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 60-65 হাজারের গ্যাপ রয়েছে। যা এবারের Duare Sarkar এ তা পূরণ করতে হবে। এছাড়াও এবারের Duare Sarkar এ প্রায় 18 টি পরিষেবা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৬টি নতুন।”
তৃতীয় পর্যায়ের এই Camping এ মোট 17107 Camp এর আয়োজন করা হয় যার মাধ্যমে প্রায় 1.6 কোটি মানুষ লাভবান হয়েছিলেন।
Duare Sarkar Prakalpa এর বাস্তবায়ন পদ্ধতি :-
- পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্য সচিবের সভাপতিত্বে একটি রাজ্য স্তরের শীর্ষ কমিটি গঠন করেছে এবং Duare Sarkar শিবিরগুলি বাস্তবায়নের জন্য কলকাতার জন্য একটি Task Force এবং রাজ্যের অবশিষ্ট অংশগুলির জন্য একটি পৃথক Task Force গঠন করেছে।
- এই Task Force প্রধান থাকবেন মুখ্যসচিব HK Dwivedi। এই কমিটির মধ্যে অন্যান্য বিভাগের সচিবরাও থাকবেন।
- ব্যবহারকারী Portal এ OTP ভিত্তিক অ্যাক্সেসের জন্য সমস্ত শ্রেণিবদ্ধ স্তরে Register করতে হবে ।
- ব্যবহারকারীরা Duare Sarkar Camp এর দিন, তারিখ এবং সময় সূচি নিশ্চিত করতে পারবেন Portal থেকে ।
- যে সমস্ত সুবিধাভোগীরা এই Camp এ আসবেন তাদের নামগুলি Portal এ Register করা থাকবে।
- তথ্য আদান-প্রদান করার জন্য বিভাগীয় প্রকল্পগুলির একত্রীকরণ করা হবে।
- এরপরে সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
- এই শিবিরগুলি বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী IT System তৈরি করা হয়েছে যেখানে স্থানগুলির সাথে শিবিরের সময়সূচী নির্ধারণ করা হয়েছে GPS বিবরণ সহকারে।
- যে সমস্ত পরিদর্শকরা Camp পরিদর্শন করতে আসবেন তাদের তথ্য Register করার জন্য Real Time Data Capture করা হবে ।
- মূল Key Performance কে Report করার জন্য IT System এর ব্যবহার করা হবে ।
Duare Sarkar Important Links:-
Duare Sarkar Scheme PDF Download Link | Click Here |
Official Website | Click Here |
Duare Sarkar Contact Details:-
Duare Sarkar Application এর ক্ষেত্রে Applicant বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার উক্ত সমস্যাগুলি সমাধানের জন্য একটি Help Line এবং দপ্তরের সূচনা করেছে। নিম্নে দপ্তর এর Address সহ Help Line Number প্রদান করা হলো।
Address- Nabanna Bhavan 325, HRBC Building, Sarat Chatterjee Road, Shibpur, Howrah-711102.
Phone No: 033 2250 1193
Email: duaresarkar@gmail.com
FAQ:-
1. Duare Sarkar Eligible কারা?
ANS:- পশ্চিমবঙ্গের সকল অধিবাসী যাদের State Government সংক্রান্ত কোন সমস্যা রয়েছে তারা সকল এই আবেদন করতে পারবে Duare Sarkar এর জন্য।
2. Duare Sarkar এর জন্য Register করবেন কিভাবে ?
ANS:- Online এ Registration করা সম্ভব নয় শুধুমাত্র Offline এ এই আবেদন সম্ভব
3. Duare Sarkar এর অন্তর্গত Scheme সংখ্যা কত ?
ANS:- 22 টি
4. Duare Sarkar Online Apply লিংক কোনটি?
ANS:- Online এ Application সম্ভব নয়।
5. Duare Sarkar Contact Number কি?
ANS:- 033 2250 1193
6. Duare Sarkar Scheme PDF কোথায় পাবেন?
ANS:- Downlod Section এ দেখুন।
7. Duare Sarkar Camp Address কেমন করে জানবেন ?
ANS:- Updated Camp Address জানার জন্য Official Website ভিসিট করুন।